ঢাকা: বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) এর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।
সোমবার (১৯ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম হতে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) এর সংখ্যা ৩ লাখের মাইলফলক অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) এর ৮৭.০৫ শতাংশ এক ঘণ্টার কম সময়ে এবং ৯৫.৩৯ শতাংশ একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে।

– (ফাইল ছবি : সংগৃহীত)
এই মাইলফলক অতিক্রম করার সহযোগী হিসেবে গত ২ জানুয়ারি থেকে গো লাইভে যাওয়া বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ), বিস্ফোরক অধিদফতর (ডিওইএক্স), রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন , বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পরিবেশ অধিদফতরে কে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিস্টেম ব্যবহারের ফলে একটি কমন প্লাটফর্মে আমদানি-রফতানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। সরকারী কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। পণ্য আমাদানি-রফতানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাচ্ছে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টিতে এই সিস্টেম সহায়তা করছে।