ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকালে ঠাকুরগাঁওয়ের শেষ সীমানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের সুপার দেলোয়ার হোসেন (৩৫), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে, অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান অডিটর ইমরুল (৪৫), তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আহতরা সকলে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদেরকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।