Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার বিশ্ব পরিমাপ দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৪:২৮

ঢাকা: ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্যে আগামীকাল (২০ মে) সারাবিশ্বে পালিত হবে পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছরের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।

সোমবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষৎতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাতকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই’র প্রশাসক জনাব মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

বিশ্ব পরিমাপ দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর