Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো আইপিএলে মুজারাবানি

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫ ১৫:১১

বেঙ্গালুরুর হয়ে খেলবেন মুজারাবানি

ক্যারিয়ারে কখনোই সুযোগ হয়নি আইপিএলে খেলার। এবারের নিলামেও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে কেউ দলে নেয়নি। তবে টুর্নামেন্টের শেষভাগে এসে অনেক অবাক করেই মুজারাবানিকে দলে ভেড়ালো বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতেই প্রথমবার আইপিএলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন এই পেসার।

এবারের নিলামে মুজারাবানির বেস প্রাইস ছিল মাত্র ৭৫ লাখ রুপি। তবে এই দামেও দল পাননি তিনি। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে দেড় সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। সাময়িকভাবে বন্ধ থাকার পর ১৭ মে শুরু হয়েছে খেলা।

বিজ্ঞাপন

তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের কারণে ভারত ছেড়েছেন অনেক বিদেশি ক্রিকেটার। খেলা শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না। শুধু তাই নয়, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দক্ষিণ আফ্রিকা দলের অনেকেই টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরছেন।

বেঙ্গালুরুর প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি তাদেরই একজন। প্লে-অফের আগেই দেশে ফিরে যাবেন তিনি। আর এতেই কপাল খুলেছে মুজারাবানির। আকস্মিকভাবেই তাকে দলে নিয়েছে বেঙ্গালুরু। মুজারাবানিকে কেনা হয়েছে বেস প্রাইস ৭৫ লাখ রুপিতেই।

আগামী ২৬ মে থেকে দলের সঙ্গে যোগ দেবেন মুজারাবানি। ৭০ টি-২০ খেলে মুজারাবানি নিয়েছেন ৭৮টি উইকেট।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ জিম্বাবুয়ে ব্লেসিং মুজারাবানি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর