Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের নেতৃত্বে বায়রার সাধারণ সদস্যদের ওপর হামলা, আহত ১০

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৫:৪০ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৪

ঘটনাস্থলে হামলার পরে।

ঢাকা: বায়রা সাধারণ সদস্যদের ডাকা সাংবাদিক সম্মেলনে হামলার অভিযোগ পাওয়া গেছে। বায়রার বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের নেতৃত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত সাধারণ সদস্যদের ওপর হামলা করা হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ফখরুলের লোকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে ভাঙচুর করে।

সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন বায়রার সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় বায়রার বেশ কয়েকজন সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন ম্যাক্স ফার্মের মালিক আব্দুল মান্নান, আর্থ স্মার্ট বাংলাদেশের মালিক মাহফুজুর রহমান, আল ফাহিম ওভারসিদের মালিক লাকি আক্তারসহ আরও বেশ কয়েক জন।

আহত আব্দুল মান্নান জানান, সদস্যরা মালয়েশিয়া সরকার শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি সংবাদ সম্মেলন ডাকে। সাধারণ সদস্যরা সেখানে উপস্থিত হলে বায়রার বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও বায়রার সদস্য রিয়াজ মোস্তফার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদেরকে বাধা দেন। এ সময় তারা বায়রা বেশ কয়েকজন সদস্যকে মারধর করে। দুপক্ষের মধ্যে হাতাহাতির সময় ফখরুল ও মোস্তফার লোকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ভাঙচুর করে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফখরুল ও মোস্তফা সহ চারজনকে আটক করে।

পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলন, দুর্বৃত্তদের হামলায় রিপোর্টার্স ইউনিটের হল রুমসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রম বাজার খোলার সরকারি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে বেশ কিছুদিন থেকে নানামুখী অপপ্রচার চালিয়ে আসছিল। তিনি ও বায়রা অপর নেতা রিয়াজুল ইসলাম, গোলাম মোস্তফাসহ কয়েকজন ষড়যন্ত্র করে আসছিল। তাদের এসব অপকর্মের প্রতিবাদ জানান সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

আহত ঢাকা রিপোর্টার্স ইউনিটি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর