চট্টগ্রাম ব্যুরো: বিএনপি সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নন্দনকাননে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থান তুলসীধাম আশ্রমে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘জাতীয়তাবাদের প্রধান দুটি রূপ-জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। জাতি হিসেবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সকলের মর্যাদা সমান। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি দেশে সকল ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে। তবে দেশে কিছু গোষ্ঠী বা ব্যক্তি ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। অথচ এ ধরনের কর্মকাণ্ড তাদের দেশপ্রেমের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।’
তুলসীধামের মোহন্ত মহারাজ দেবদীপ মিত্র চৌধুরী পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলার সদস্য রাজিব জাফর চৌধুরী ও আমিনুল ইসলাম, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।
এছাড়া তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, দীপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাডভোকেট সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, মধুসূদন দাশ, ডা. অপূব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর উপস্থিত ছিলেন।