Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৬:১৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া গাজী ফিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আহমেদ উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মাসিটে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কুমারখালী থেকে মোটরসাইকেল চালিয়ে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এ সময় ইটবাহী ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সারাবাংলাকে বলেন, দুপুরের দিকে কুমারখালীতে ইটবাহী ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক্টটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া ট্রাক্টরচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর