ঢাকা: এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে নতুন অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক ক্যাডার কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড বিসিএস অফিসার্স অব কাস্টমস অ্যান্ড ভ্যাট (আরবোকাভ)।
সোমবার (১৯ মে) সংগঠনের সভাপতি আবুল কাসেম ও মহাসচিব মোহাম্মদ আজহারুল হকের সই করা এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান কাঠামো পূনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ প্রতিষ্ঠাকল্পে প্রণীত অধ্যাদেশের বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড বিসিএস অফিসার্স অব কাস্টমস অ্যান্ড ভ্যাট (আরবোকাভ) জারি করা অধ্যাদেশটি নিবিড়ভাবে পর্যালোচনা করেছে।’
এতে বলা হয়, আরবোকাভ দৃঢ়ভাবে মনে করে যে, অত্যন্ত প্রজ্ঞাবান, বিশেষায়িত অভিজ্ঞ ও বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গকে নিয়েই জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রণীত তাদের সুপারিশ জনসম্মুখে প্রকাশ এবং উক্ত সুপারিশ সকল স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনার পর তা বাস্তবায়ন করা যথাযথ ছিল। নতুন অধ্যাদেশে নীতি বিভাগ এবং বাস্তবায়ন বিভাগ এই উভয় বিভাগের নেতৃত্বে শীর্ষ পদে বাস্তব ও বিশেষায়িত জ্ঞান সম্পন্ন কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিলো, যা করা হয়নি। এটা করা হলে একদিকে রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে ট্যাক্স জিডিপি রেশিও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় উন্নীত করা সম্ভব হতো এবং অন্যদিকে অর্থনৈতিক কর্মকান্ডের গতি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হতে থাকতো।
বিবৃতিতে বলা হয়, ‘স্ব-স্ব ক্যাডার কর্মকর্তাদের মন্ত্রণালয়ের অধীন বিভাগের সর্বোচ্চ পদে পদায়নের নিশ্চয়তা থাকলে মেধা, দক্ষতা, পেশাদারিত্ব, বিশেষায়িত জ্ঞান, সততা ও ন্যায়পরায়নতার সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে সংস্কারের অভিষ্ঠ লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আরবোকাভ মনে করে। এছাড়াও, আলোচ্য প্রক্রিয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের মাধ্যমে সকল ক্যাডার কর্মকর্তা ও কর্মচারিদের বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগের পরিবেশ তৈরি হবে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং আন্তঃক্যাডার বৈষম্য হ্রাস পেয়ে ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এমতাবস্থায় অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড বিসিএস অফিসার্স অব কাস্টমস অ্যান্ড ভ্যাট (আরবোকাড) জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিটির সুপারিশ আমলে নিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে জারিকৃত অধ্যাদেশটি সংশোধন অথবা নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের চেতনার প্রতি অবিচল থাকার জন্য জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
এদিকে, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিষ্ঠানটিতে কলমবিরতি চলছে। সোমবারও (১৯ মে) পুরো কর্মদিবস কলমবিরতি চলছে। বিকেল ৪টার দিকে ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। বুধবার (২১ মে) বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)-এর তালিকাভুক্ত সকল ট্যাকসেস্ বার প্রাঙ্গণে ‘জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ আহ্বান করা হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব জাফর উল্যাহর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, এনবিআর কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে। সেখানে দাবির প্রেক্ষিতে সঠিক প্রতিশ্রুতি না এলে আন্দোলন চলমান থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আর সোমবার (১৯ মে) বিকালে বাজেট কার্যক্রম নিয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বাজেটের বিভিন্ন বিষয় চূড়ান্ত অনুমোদন পাবে। বাজেটের বাইরে ওই বৈঠকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ নিয়ে আলোচনা হয় কিনা সেদিকেও নজর রয়েছে এনবিআর কর্মকর্তাদের।