রাজবাড়ী: রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতাররা হলেন— সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও মো. মোসলেম মোল্লা।
পুলিশ জানায়, রোববার (১৮ মে) বিকেলে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কিছু লোক আসামিদের বাড়িঘর ভাঙচুর শুরু করে। এসময় এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাসহ অন্যান্য আসামিরা হামলা চালায়। এতে এসআই সাব্বির হোসেন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে মামলা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওই দিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার (১৭ মে) ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।