ঢাক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে এই ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান।
তিনি বলেন, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করা হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী কর্মসূচি আবার মঙ্গলবার ঘোষণা করা হবে।
মশিউর রহমান বলেন, হাইকোর্টের রায়ের পরও এখনো দায়িত্ব বুঝিয়ে না দেওয়া মানে প্রতারণা। নির্বাচন কমিশনও ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে। কিন্তু তারপরও তাকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, সরকার রাস্তা থেকে ধরে এনে একজনকে দিয়ে রিট করিয়েছে। সরকারকে বলব আপনি মানুষকে মোকাবিলা করুন। অধিকার কেড়ে নিলে মানুষ ধিক্কার দিবে। আপনি আসুন দেখুন কি পরিমাণ জনগণ এসেছে ইশরাককে মেয়র হিসেবে দেখার জন্য। আমাদের মহান নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, নগর ভবনের সামনে ছয়দিন ধরে ইশরাক সমর্থকদের আন্দোলন চলছে। ফলে কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির সেবা ও দাফতরিক কার্যক্রম।
গত বুধবার (১৪ মে) থেকে ইশরাককে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। পরে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শনিবার স্থানীয় সরকার বিভাগে চিঠিও দেন ইশরাক।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগষ্টের পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান এখনো হয়নি।