Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত সকাল ৯টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৮:০৪ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:২৭

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ১৯৮তম ঈদুল আজহার জামাতের ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

সোমবার (১৯ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতি সভা থেকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

এ সময় উপস্থতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা এরশাদ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হুসাইন, জেলা জামায়াতের আমির মো. রমজান আলীসহ ঈদগাহ কমিটির সদস্যরা।

প্রস্তুতি সভায় জানানো হয়েছে, ঈদ জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। মহিলাদের জন্য সরূয বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারী প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সে বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশগ্রহন করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম হয়েছে আজকের শোলাকিয়া মাঠে।

সারাবাংলা/এসআর

ঈদুল আজহা ঈদুল আজহার জামাত কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর