Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইপিজেডের সামনে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৮:০৮ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:২৭

চট্রগাম ইপিজেড।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় চার ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সিইপিজেডের মূল ফটকের সামনে ফ্রিপোর্ট মোড়সহ ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরগামী ওই সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) দুপুর ২টা থেকে সিইপিজেডের সামনে ফ্রিপোর্ট মোড় অবরোধ করে এম এস মোডেস্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক বিক্ষোভ করছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানিয়েছেন, গত ঈদুল ফিতরের বোনাস তাদের দেয়া হয়নি। মে মাসের অর্ধেক পার হয়ে গেলেও এখনও এপ্রিল মাসের বেতন দেয়া হয়নি। মালিকপক্ষ কয়েকবার আশ্বাস দিলেও শেষপর্যন্ত বেতন-বোনাস পরিশোধ করেনি। এ অবস্থায় বাধ্য হয়ে শ্রমিকরা প্রথমে সোমবার (১৯ মে) সকাল ৮টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন।

কিন্তু মালিকপক্ষ বিক্ষোভে সাড়া না দেয়ায় তারা সিইপিজেড থেকে বের হয়ে দুপুরে ফ্রিপোর্ট মোড়ে অবরোধ করেছেন। বকেয়া বেতন-বোনাসের সুনির্দিষ্ট আশ্বাস না দেয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।

নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের প্রথমে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেছি। তারা যাচ্ছে না। এখন বেপজা কর্তৃপক্ষ কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করেছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে একটা সুরাহা হবে।’

সারাবাংলা/আরডি/এনজে

পোশাক শ্রমিক সড়ক অবরোধ সিইপিজেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর