ফরিদপুর: ফরিদপুরে তিন দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে বিক্ষোভ ও অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে একাডেমিক ভবন ও মূল ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যাবৎ বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে আমরা শাটডাউন ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি দিতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধিনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারি প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে। এ ছাড়া প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।