ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। এর আগেও তিনি সংগঠনটির একই দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১৯ মে) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচালকদের ভোটে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। আর সংগঠনটির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে এস নেটওয়ার্ক লিমিটেড এর নাজমুল করিম ভূঁঞা।
সাইফুল ইসলাম সিদ্দিক দেশের শীর্ষ আইটি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠান আইসিসি কমিনিকেশন লিমিটেড দেশের শীর্ষ পাঁচ ইন্টারনেট সেবাদাতাদের একটি। অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা এবং ডিজি বাংলার প্রকাশক ও সম্পাদকও তিনি।
এর আগে গেল ১৭ মে আইএসপিএবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয়জন ও সহযোগী সদস্য ক্যাটাগরিতে চারজন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিমের নেতৃত্বাধীন আইএসপি ইউনাইটেড সাধারণ সদস্য ক্যাটাগরিতে সংখ্যাগরিষ্ঠতা পায়, নয়জন পরিচালকের মধ্যে তার প্যানেল থেকেই নির্বাচিত হন আটজন। আর দুইজন করে দুই প্যানেল থেকে সহযোগী সদস্য পদে চার পরিচালক নির্বাচিত হন।
আইএসপিএবির নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেড এর নেয়ামুল হক খান। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম ও ফিসা কমিউনিকেশন এর ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন। সংগঠনটির নতুন কোষাধক্ষ্য হয়েছেন রেড ডাটা প্রাইভেট লিমিটেড এর মঈন উদ্দিন আহমেদ। নতুন কমিটির ৫ পরিচালকরা হলেন- ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড এর রাশেদুর রহমান রাজন, ইনভেনশন টেকনোলজি লিমিটেড এর মিঠু হাওলাদার, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, এস এম জুবায়ের আইটি এক্সপার্টের জুবায়ের ইসলাম ও সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এর আগেও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইনেটারেনট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারপারসন। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকও সংগঠনটির একই দায়িত্ব পালন করেছেন। আর সংগঠনটির নতুন মহাসচিব নাজমুল করিম ভূঁঞা আগের কমিটিতে একই দায়িত্ব পালন করছিলেন।
গেল শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টো রোডে অবস্থিত শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে সংগঠনটির সাধারণ সদস্য ও সহযোগী ক্যাটাগরির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। পরে সোমবার (১৯) মে সংগঠনটির পরিচালকদের ভোটে শীর্ষ নেতৃত্ব নির্বাচনে পরিচালকদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়।