পাকিস্তান সফরের আগে প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-২০তে ২৭ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। শারজাহতে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।
দ্বিতীয় ম্যাচের একাদশে খানিকটা চমক রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড গড়ে সেঞ্চুরি করা পারভেজ ইমনকে আজ একাদশে রাখা হয়নি। তার বদলে একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আইপিএল খেলতে স্কোয়াড ছেড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে আজ মাঠে নামবেন নাহিদ রানা।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মাহেদি হাসান ও হাসান মাহমুদ। তাদের পরিবর্তে একাদশে এসেছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। আরব আমিরাত দলেও এসেছে দুটি পরিবর্তন। আরনশ শর্মা ও সাহির খান আজ একাদশে আছেন।
বাংলাদেশ একাদশ– লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও নাহিদ রানা।
আরব আমিরাত একাদশ- মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরনশ শর্মা, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলি, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাহির খান।