Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২০:৩৮ | আপডেট: ১৯ মে ২০২৫ ২০:৪১

মরদেহ। প্রতীকী ছবি

পাবনা: পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে দিকে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমোহন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল পাবনা পৌর শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রাতুল বিকেলে পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে একদন্ত যাচ্ছিলেন। পথে ত্রিমোহন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন তারা। রাতুলকে স্থানীয়রা আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

সারাবাংলা/এনজে

চালক নিহত ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ