ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় একটি গোষ্ঠী ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় মশাল মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশে শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এই দাবি করেন।
এ সময় তিনি ‘গত ৯ মাসে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায়’ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।
এর আগে সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলে তারা সাম্য হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে একাধিক স্লোগান দেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সাম্য হত্যার ৬ দিন হয়ে গেল, অথচ ভিসি-প্রক্টর কিছু জানে না। আমরা ৬ দিন ধরে সহিষ্ণু আচরণ করছি। কিন্তু সাম্যের হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। আমরা উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘সাম্য জুলাই-আগস্টে সম্মুখসারির যোদ্ধা ছিল। কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মব ভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। সেটি উপাচার্য-প্রক্টরের পক্ষে যাচ্ছে। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
ছাত্রদলের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য গত ১৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এরপর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল।