পঞ্চগড়: পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শুকুর আলী নামের এক মাদক কারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শুকুর আলী জেলার আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের বাসিন্দা মৃত সুরুজ আলীর ছেলে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামে অভিযান চালায়। অভিযানে শুকুর আলীর বসতবাড়ির একটি কক্ষে খাটের নিচে লাল রঙের একটি প্লাস্টিক ব্যাগে রাখা ১৪ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী উপ-পরিদর্শক মো. মত্তালেব আলী ও মো. রেজওয়ানুল হক। তবে অভিযানের সময় শুকুর আলী পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এবং একই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আদম সুফি জানান, মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।