Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্ট পতনের বীর আসিফকে অপদস্থ কইরেন না: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২২:৪৯ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১২

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সারাবাংলার ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না ও বেইনসাফি কইরেন না।

সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।’

তিনি আরও বলেন, ‘তাকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’

বিজ্ঞাপন

এ সময় তিনি তার ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেন সেখানে দেখা যায় আন্দোলেন সময় ফ্যাসিস্টদের হামলায় আহত হয়ে মুখ বেয়ে রক্ত ঝরছে আসিফ মাহমুদের এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন একজনের কোলে।

সারাবাংলা/এফএন/এইচআই

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপি হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর