ঢাকা: রাজশাহী-নাটোরের ওপর দিয়ে প্রবাহমান বড়াল নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বড়ালের ১৮ কিলোমিটার এলাকায় পানি প্রবাহ কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উৎস মুখ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অবৈধ বালু উত্তোলন রোধে সরকার শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা সমগ্র দেশের জেলা প্রশাসনকে এ বিষয়ে মনিটর করছি।’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ফারাক্কার পানি বণ্টন চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এই চুক্তির অধীনে দুই দেশের একটি টেকনিক্যাল কমিটি নিয়মিতই মাঠ পর্যায় হতে তথ্য-উপাত্ত নিচ্ছে, ফলে চুক্তিটা নবায়ন করার ক্ষেত্রে তথ্য-উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এটা আমাদের ন্যায্য হিস্যা, এটার জন্য আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। যেহেতু আমাদের হাতে দেড় বছর সময় আছে, সেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি।’
পরে উপদেষ্টা নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া নামক স্থানে বড়াল নদীর ওপর নির্মিত ৫ ভেন্ট রেগুলেটর এলাকা পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা) মো. মোবাশ্বেরুল ইসলাম, রাজশাহী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামসহ রাজশাহী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।