Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির ৬ মন সামুদ্রিক মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ০৮:৫৩

৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালী: কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির ৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জব্দ হওয়া মাছের বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। এ সময় গাড়ি চালক আকাশকে (৪০) দুই হাজার টাকা জরিমনা করা হয় এবং সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেখা দিলে গাড়িসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে এসব মাছ উদ্ধার করা হয়।

পরে মাছগুলো পৌর শহরের কলাপাড়া হেলিপ্যাড মাঠে বিভিন্ন এতিমখানা মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

উল্লেখ্য, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলেরা এসব মাছ আহরণ করছেন বলে জানায় মৎস্য বিভাগ।

সারাবাংলা/এসডব্লিউ

সামুদ্রিক মাছ জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর