ঢাকা: দুপুর ১টার মধ্যে দেশের চার জেলার ওপর দিয়ে ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এ সময়ে দেশের ১৯ জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টায় রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
বজ্রপাতের ক্ষতি এড়াতে কিছু নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেগুলো হলো-
- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।
- জানালা ও দরজা বন্ধ রাখা।
- সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।
- নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া।
- গাছের নিচে আশ্রয় না নেওয়া।
- কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।
- বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দেওয়া।
- জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।
- বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা।
- শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।
এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।