Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন নুসরাত ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১০:৩৮ | আপডেট: ২০ মে ২০২৫ ১০:৫৮

অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় অবশেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এ মামলায় সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়। তবে কারাগারে পাঠানোর একদিনের মাথায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন

গত রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়।

সারাবাংলা/আরএম/ইআ

জামিন নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর