Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা থেকে উড্ডয়নের বিমানের ইঞ্জিনে আগুন, রক্ষা পেলেন ২৯০ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১১:১২ | আপডেট: ২০ মে ২০২৫ ১২:০৫

তার্কিশ এয়ারলাইন্সের বিমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। ফলে তাৎক্ষণিক বিমানটি অবতরণ করায় জীবন রক্ষা পেলেন ২৯০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার পর তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটে (এয়ারবাস এ৩৩০-৩০৩) এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে বিমানটি সকাল ৭টার পর রওনা দেয়। কিন্ত উড্ডয়নের ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। এর দেড় ঘণ্টা পর পাইলট বিমানটি অবতরণ করেন। এ সময় বিমানটিতে ২৯০ জন যাত্রী ছিলেন।

এর আগে, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিমানের ইঞ্জিন