Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০ থেকে ৬ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১১:২৩ | আপডেট: ২০ মে ২০২৫ ১২:০৪

স্টারলিংক। ছবি; ইন্টারন্টে

ঢাকা: দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক।

মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (১৯ মে) বিকেলে তারা ফোন করে আমাকে বিষয়টা জানিয়েছেন এবং আজ (মঙ্গলবার) সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

ফয়েজ আহমদ জানান, শুরুতে স্টারলিংক দু’টি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে– স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬০০০ টাকা ও ৪ হাজার ২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে স্যারের প্রত্যাশাটি বাস্তবায়িত হলো বলেও জানান তিনি

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও জানান, পাশাপাশি, যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ পাবেন, এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ

ফয়েজ আহমদ তৈয়্যব স্টারলিংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর