Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে রেকর্ড বৃষ্টিতে ২০ এলাকা প্লাবিত, দুর্ভোগে নগরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১১:৪৯ | আপডেট: ২০ মে ২০২৫ ১৪:৪২

বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। ছবি: সারাবাংলা

রংপুর: বিভাগীয় শহর রংপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ২০ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধ্যা থেকে চলা অবিরাম বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

নগরীর ওপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে উপচে পানি আশপাশের অনেক বাড়িঘরে প্রবেশ করেছে। অনেক স্থানে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৯ মে) রাত থেকে মঙ্গলবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা বিভাগের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি।

অনেক মহল্লা তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি: সারাবাংলা

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর মুন্সিপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমান তলা, লালবাগ, পার্কের মোড়, মডার্ণ মোড়, চারতলা মোড়সহ ২০টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর বিভাগে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

সারাবাংলা/ইআ

এলাকা প্লাবিত জনদুর্ভোগ রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর