Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৫ ১১:৫৮ | আপডেট: ২০ মে ২০২৫ ১৪:৪২

ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা ভারত-ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং অন্যান্য কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব এজেন্সি সচেতনভাবেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতের মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তবে কারো নাম উল্লেখ করা হয়নি।

ব্রুস বলেন, ‘আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব যেন অবৈধ মানবপাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়।’ তবে ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রচেষ্টা হিসেবে এটি ট্রাম্পের কঠোর পদক্ষেপ। ওয়াশিংটন প্রায়ই লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ না করেই ভিসা নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে, ভারতের মার্কিন দূতাবাস বারবার যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের তাদের অনুমোদিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান না করার জন্য সতর্ক করছে। অন্যথায়, এসব ভারতীয় নাগরিককে নির্বাসন এবং দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ভারত মার্কিন ভিসা নিষেধাজ্ঞা