Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১২:১৭

ঘটনাস্থলে দুর্ঘটনায় জর্জরিত সিএনজি।

নেত্রকোনা: জেলার বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোফাজ্জল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলার বারহাট্টা উপজেলা সদরে স্বল্প দশাল এলাকায় নেত্রকোনা – মোহনগঞ্জ সড়কে দুটি বিপরীত মুখী সিএনজি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া গ্ৰামের জালাল উদ্দীনের ছেলে।

আহত যাত্রীরা হলেন- বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোছা. রুপা আক্তার (২২), একামনি (২০), আব্দুল হাকিম (৫৫), নার্গীস আক্তার (৩৫), মো.নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর