ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় ও নির্ভরযোগ্য কসমেটিকস পণ্য বিক্রেতা হারল্যান স্টোর আয়োজিত ‘লাখ টাকায় লাইফ সাজাই’ শীর্ষক ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হলেন রাজধানীর মিরপুরের বাসিন্দা তাসমিন রেজা বর্ণালী। হারল্যান স্টোর থেকে লিলি ও ম্যাক্স বিউ ব্র্যান্ডের পণ্য কিনে নগদ এক লাখ টাকার পুরস্কার জিতেছেন তিনি।
মঙ্গলবার (২০ মে) হারল্যান স্টোরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞাপ্ততে বলা হয়, গত ১২ মে থেকে শুরু হওয়া ৭দিনব্যাপী এ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হিসেবে তাসমিনকে সোমবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার বিজয়ী তাসমিন ওইদিনই (১৯ মে) মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া হারল্যান স্টোর আউটলেটে এসে ৩ হাজার ২০০ টাকার লিলি ও ম্যাক্স বিউ পণ্য শপিং করেন। আর এতেই তিনি হয়ে যান এ ক্যাম্পেইনের প্রথম ১ লাখ টাকা বিজয়ী।
পুরস্কার বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাসমিন বলেন, ‘নগদ এক লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে আমি সত্যি আনন্দিত। অথেনটিক পণ্য কিনে পুরস্কৃত হওয়ার অনুভূতিটি বলে বোঝানো যাবে না। আমি অন্যদেরকেও বলব হারল্যান স্টোরে এসে অথেনটিক পণ্য শপিং করতে, কারণ মাত্র ৫০০ টাকার কেনাকাটায়, আপনিও হতে পারেন পরবর্তী লাখ টাকা বিজয়ী।’
হারল্যান জানায়, ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ছিল- অথেনটিক লাক্সারি ব্র্যান্ডের প্রচার ও প্রসারের মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ভোক্তাদের অবহিত করা। একই সঙ্গে অথেনটিক কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহারে ব্যাপক সচেতনতা তৈরির পাশাপাশি ক্রেতাদের পুরস্কৃত করার মাধ্যমে এ ব্যাপারে উৎসাহ প্রদান করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শুরু হওয়া জীবন বদলে দেয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে হারল্যান স্টোরের দেড় শতাধিক আউটলেট অথবা herlan.com ওয়েবসাইট থেকে মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই মিলবে নগদ এক লাখ টাকা জেতার সুযোগ। লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ ছাড়াও, রয়েছে প্রতি কেনাকাটায় লাখ লাখ টাকার নিশ্চিত গিফট কুপন এবং বিভিন্ন পণ্যে ৫০% পর্যন্ত ছাড়।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’। এখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। সারা দেশজুড়ে হারল্যান স্টোরের দেড় শতাধিক আউটলেট ও ফ্ল্যাগশিপ আউটলেট রয়েছে। ওয়েবসাইট ঠিকানা herlan.com।