সিরাজগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাজাদপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিনের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।