Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাহাঙ্গীর কবিরের নামে সব ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৩:২৩ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৫

ডা. জাহাঙ্গীর কবির।

ঢাকা: ডা. জাহাঙ্গীর কবিরের নামে খোলা সব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ডাক ও রেজিস্ট্রারযোগে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম।

নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরের নামে যত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তা বন্ধ করতে বলা হয়। একইসঙ্গে বন্ধ থাকা তার মূল অ্যাকাউন্টটি চালু করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, ফেসবুকে ডা. জাহাঙ্গীর কবির নামে শত শত পেজ রয়েছে। বেশিরভাগ পেজেই কৌশলে ব্লু-ব্যাজ পাওয়া আইডির প্রোফাইল পিক ব্যবহার করা হয়েছে। নকল এসব পেজে ডা. জাহাঙ্গীর কবিরের কণ্ঠ কপি (নকল) করে বৈধ-অবৈধ ওষুধের প্রচারণা চালানো হচ্ছে। এমনকি যৌন উত্তেজক ওষুধেরও বিজ্ঞাপন দিচ্ছে। এসব নিয়ে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির।

এ নিয়ে ৩০ এপ্রিল সংবাদ সম্মেলন করেন ডা. জাহাঙ্গীর কবির। তার নামে অসাধু চক্র অসংখ্য পেজ খুলে অবৈধ ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ তোলেন। একইসঙ্গে নিজের ভেরিফায়েড পেজ বন্ধ করে দেওয়ার খবর জানান।

সারাবাংলা/আরএম/ইআ

আইনি নোটিশ ডা. জাহাঙ্গীর কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর