ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ জন মুসুল্লি। সেখানে গিয়ে মারা গেছেন ৯ জন। এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (২০ মে) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
সুত্রে জানা যায়, সোমবার মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১৩০টি ফ্লাইটে ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছানোদের মধ্যে ৯ জন মুসুল্লী মারা গেছেন বলে জানিয়েছে হজ অফিস।
তথ্যানুযায়ী, হজ করতে গিয়ে এখন পর্যন্ত যারা মৃত্যুবরন করেছেন তারা হলেন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। মক্কায় স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। পঞ্চগড়ের হামিদা বানু মদিনায় মারা গেছে স্বাভাবিকভাবে, রাজবাড়ি পাংশার মো. খলিলুর রহমানও মদিনায় মৃত্যুবরন করেছেন হ্রদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে। একইভাবে মৃত্যুবরর করেছেন মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান কবীর। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দীন (৭৩) নামের একজন ব্যক্তিও হার্ট অ্যাটাক করে মক্কায় মারা গেছেন এবং মদিনায় স্বাভাবিক মৃত্যু হয়েছে নীলফামারির বয়েজউদ্দীন নামের আরেক মুসুল্লির। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো: জয়নাল হোসেন (৬০)। আরো দুইজন তিনি মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজিপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন।
গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। মোট ৭০ টি এজেন্সি এবার হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।