Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিস্ট হাসিনা-দোসরদের ব্যতিত অন্য রাজনৈতিক দল বা নেতাকে অসম্মান নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৪:০০ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৪

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ব্যতিত অন্য কোনো রাজনৈতিক দল বা নেতাকে অসম্মান করা হয় এমন কোনো কিছু থেকে বিরত থাকতে তার অনুসারীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (২০ মে) তার ফেসবুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ ও ভোটারদের উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

পোস্টে বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেন, “আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।”

তিনি বলেন, “অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও বাবহার জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।”

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বেশ কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্ালয় নগর ভবনে তালা দিয়ে আন্দোলন করে আসছে নেতাকর্মীরা। সেবা না পেয়ে হাজার হাজার মানুষ ফিরে যাচ্ছে প্রতিদিন। এতে অনেকেই ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশরাক হোসেনকে নিয়ে সমালোচনা করছিলেন। আন্দোলন চলাকালে ইশরাকের নেতাকর্মীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ অন্যান্য দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অশালীন ভাষা ব্যবহার করেন। এ নিয়েও সমালোচনা চলছে। যার প্রেক্ষিতে ইশরাক হোসেন এই পোস্টের মাধ্যমে আন্দোলনরত অনুসারীদের নতুন নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

ইশরাক হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর