Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা ও বরাদ্দ থাকবে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৫:০৩ | আপডেট: ২০ মে ২০২৫ ১৫:২৬

ঢাকা: সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা এবং নতুন বাজেটে এর জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তবে মহার্ঘ ভাতা কবে থেকে ও কত শতাংশ দেওয়া হবে- এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্ক আউট করে দেখি- কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। বিষয়টি পরে জানানো হবে। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। তার সেটা করে আমার কাছে দেবেন।

উল্লেখ্য, মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সেই কমিটি প্রায় চার মাস করে একটি সুপারিশ তৈরি করেছে। সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা বাড়তি ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেতে পারেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, অর্থ বিভাগের খসড়ায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে দশম গ্রেডে ১০ শতাংশ দেওয়া হলে ৬ হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে ১৫ শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর