Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য বন্দর মহিপুরে সেতু ভেঙে খালে, ভোগান্তিতে জনসাধারণ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৫:১৩

সেতু ভেঙে খালে পড়ে গেছে।

পটুয়াখালী: মৎস্য বন্দর মহিপুরে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের ২০ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।

মঙ্গলবার (২০ মে) সকালে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত এই সেতু ভেঙে পড়ে।

মৎস্য বন্দর মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বিসহ ভুক্তভোগীরা জানান, প্রায় পাঁচ বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।

সেতুটি ২০০৪ সালে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

সারাবাংলা/এসডব্লিউ

মৎস্য বন্দর মহিপুর সেতু ভাঙন