চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত আব্দুল মোমিন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মরহুম আলী হোসেনের ছেলে। তিনি একটি আমবাগানের পাহারাদার ছিলেন। আমবাগানটি রেললাইনের কাছে হওয়ায় প্রায়ই রাতে তিনি রেললাইনের ওপর বসে সময় কাটাতেন।
রেলওয়ে পুলিশ ও পরিবারের সদস্যদরা জানান, সোমবার (১৯ মে) রাতে প্রতিদিনের মতো আমবাগান পাহারায় ছিলেন। অতিরিক্ত গরমে রাতের কোনো এক সময় রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।