ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে গাফিলতির প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়।
মঙ্গলবার (২০মে) দুপুর পোনে ৩টা নাগাদ তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন।