Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুত্বপূর্ণ-সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২০ মে ২০২৫ ১৭:১৮

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: উচ্চ আদালতে করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এর আগে, ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটকারীরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি। আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

আইনজীবী শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দিয়ে স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সব মামলা সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত শুনানি হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর