Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৬:০০ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:০৩

জর্জ কোর্ট, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এই রায় প্রদান করেন। প্রদত্ত সাজা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে দুইজন পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মো. সুমন মিয়া, জেলার দৌলতদিয়া গ্রামের সেলিনা বেগম ও একই জেলার সোনারামপুর গ্রামের শোভা প্রকাশ। এর মধ্যে সেলিনা বেগম ছাড়া বাকি দুই আসামি রায় ঘোষণার সময় থেকে পলাতক রয়েছেন।

প্রদত্ত রায়ে আসামিদের সকলকেই মৃত্যৃদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ৬ জানুয়ারি দিবাগত রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শাসউদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। জনাকীর্ণ আদালতে বিচারক আজ এ রায় প্রদান করেন । রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি শফিউজ্জামান ভূইয়া ও আসামি পক্ষে ছিলেন এড মিজানুর রহমান।

সারাবাংলা/এসডব্লিউ

কলেজছাত্র হত্যা মামলা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর