ঢাকা: সকাল থেকে ঢাকায় গ্রীষ্ম যে উত্তাপ ছড়াচ্ছিলো তা কমে গেছে। দুপুরের পর ঢাকায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। ফলে ৩১ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমেছে ২৭ ডিগ্রিতে। এদিকে বৃষ্টির সময় বজ্রপাতের ক্ষতি এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২০ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বাণহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের ক্ষতি এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেগুলো হলো:
*বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।
* জানালা ও দরজা বন্ধ রাখা।
* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।
* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া।
*গাছের নিচে আশ্রয় না নেওয়া।
* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।
* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে রাখা।
* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।
*বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা।
* শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।