Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়িয়ায় ৩ দাবিতে জামায়াতের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ২০ মে ২০২৫ ১৭:১২

জামায়াতে ইসলামীর মানববন্ধন

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় নির্মাণাধীন কীর্তিনাশা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা, নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালু করা ও অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় পৌরসভার সামনে নড়িয়া-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা পূর্ব শাখার আমির মাওলানা কাজী আবুল বাশারের সভাপতিত্বে ও পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মোর্শেদ খান, কাউসার হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জাকির হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নুরুননবী সিদ্দিকী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘নড়িয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। কীর্তিনাশা সেতু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো মৌলিক প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতা জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।’

তারা আরও অভিযোগ বলেন, ‘পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নড়িয়া শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’

মানববন্ধনে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, পৌর শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত এই তিন দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

জামায়াতে ইসলামী মানববন্ধন শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর