Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি মেজর মান্নানের ‘সুবর্ণ সিটির’ উদ্বোধন অনুষ্ঠানে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২০ মে ২০২৫ ১৮:০৩

নোয়াখালী: বিকল্পধারার মহাসচিব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের প্রস্তাবিত সবর্ণ সিটির উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর (২০ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অনুষ্ঠানের মূল ফটকের তোরণ, ভেতরের চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় চ্যানেল ২৪ এর ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পার্সন আব্দুর রাজ্জাককে আহত করে তারা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে সভাস্থলে এসে ভীতিকর পরিস্থিতি তৈরি করে, ভাঙচুর চালায়। তারা গণমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকদের লাঞ্ছিত করে। এ সময় সভাস্থলে পুলিশ দাঁড়িয়ে থাকলেও তাদেরকে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি।

হামলার বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান অশ্রু জানান, ‘এখানে ছাত্ররা এবং যারা স্থানীয়ভাবে বিএনপি করে সবাই ছিলেন। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন শুরু করেছিল মেজর মান্নান ও তার লোকজন। বিষয়টি যখন স্থানীয় নেতাকর্মীরা জানতে পেরেছে, তখনই তারা বাধা দিয়েছে।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন যুবদল নেতা আতিকুর রহমান অশ্রু।

সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘হামলা হয়নি, ওখানে বিএনপির একটি পক্ষ মিছিল করেছে, এ কারণে আর অনুষ্ঠান হয়নি। ওখানে থাকা পুলিশ বিষয়টি দেখছে।’ পুলিশের সামনেই হামলা হয়েছে বলার পর ওসি বলেন, ‘এরকম তো হওয়ার কথা না।’

সারাবাংলা/এসআর

মেজর মান্নান যুবদলের হামলা সাবেক এমপি সুবর্ণ সিটি