ঢাকা: উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য বর্তমানে নির্ধারিত মূল্যসীমার ঊর্ধ্বে ২৫টি গাড়ি ক্রয়ের নীতিগত প্রস্তাবে অনুমোদন দেয়নি ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রথমে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ এবং পর ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২)-এ উল্লেখিত মূল্যসীমার ঊর্ধ্বে ২৫টি গাড়ি ক্রয়ের একটি প্রস্তাব ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’তে নীতিগত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। কিন্তু কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেনি।
এ বৈঠকে উপস্থাপিত ৩টি প্রস্তাবের মধ্যে অপর দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর একটি হচ্ছে- সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ে গম ক্রয় এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম ক্রয়ের ক্ষেত্রে ক্রয় প্রক্রিয়ার সময় কমিয়ে আনা।
অপরটি হচ্ছে- কৃষি বিপণন অধিদফতর ও এলিট ইনভেস্টমেন্ট লিমিটেড এর যৌথ উদ্যোগে ‘এনহ্যান্সিং এগ্রিকালচারাল ভ্যালু চেইন আন্ডার পিপিপি মোডালিটি’ শীর্ষক প্রকল্পটি পিপিপি’র আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।