খুলনা: খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার সহধর্মিণী সাবেক পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুর্নীতি দমক কমিশনের (দুদক) খুলনার সহকারী পরিচালক রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। এ অবস্থায় তিনি ও তার সহধর্মিণী দেশে অবস্থান করছেন। যেকোনো সময় তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদকের কাছে তথ্য আসে। এ কারণে গত ১৩ মে তাদের বিদেশ যাত্রা রহিতের জন্য মহানগর স্পেশাল জজ আদালতে আবেদন করা হয়। গত ১৫ মে আদালত আবেদন গ্রহণ করে তাদের বিদেশ যাত্রা রোহিতের আদেশ দেন। পরে আদালতের আদেশের কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক এবং বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন এর নিকট পাঠানো হয়েছে।
এর আগে গত ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে দুদক।