Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফাতের প্লট-ফ্ল্যাট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৯:৩১ | আপডেট: ২০ মে ২০২৫ ২১:২১

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত

ঢাকা: স্ত্রী-ছেলেসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মাসুদুর রহমান।

জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে নাফিজ সরাফাতের নামে রয়েছে- দেশের বিভিন্ন জায়গায় থাকা ছয়টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের অর্ধেক, একটি ২০ তলা ভবনসহ দুটি বাড়ি, চারটি প্লট, চারটি নাল ও চালা জমি। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা পাঁচটি ফ্ল্যাট, তিনটি উচু নাল ও চালা জমি রয়েছে। ছেলে রাহিব সাফওয়ানের নামে রয়েছে সাতটি ফ্ল্যাট। এসব সম্পত্তি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফাত ও অন্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাদের এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাতের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব স্থাবর সম্পত্তি অবিলম্বে জব্দ করা প্রয়োজন।

এর আগে, ২২ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফাতের নামে আরব আমিরাতের দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। ৭ জানুয়ারি তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/এসআর

দুদক পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত এবং তার পরিবারের ৭৪ ব্যাংক হিসাব প্লট-ফ্ল্যাট জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর