Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটের পর এনবিআর নিয়ে আরেকটি গেজেট হবে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২০ মে ২০২৫ ২১:২১

ঢাকা: ‘এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি দূর হয়েছে’- বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে। তবে যত দ্রুত সম্ভব এনবিআর নিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হবে। আগামী ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বৈঠক ফলপ্রসূ হয়েছে’ দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর পৃথক বিষয়টি বাস্তবায়নের পর্যায় আছে, অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখবো- কতটুকু তাদের দাবি নেওয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখবো। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কি না-  জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে ফরমালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।

আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগে গেজেট করতে হবে, গেজেটের আগেও অনেক কাজ আছে।

এ কাজ শেষ করতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। বাজেট তো ২ জুনে দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এ নিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতিও করে আসছেন কয়েকদিন।

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এনবিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর