Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২০ মে ২০২৫ ২১:৪৭

আটক আসাদুজ্জামান আসাদ

নীলফামারী: নীলফামারীতে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন আসাদুজ্জামান আসাদ (২২) নামের এক যুবক।

মঙ্গলবার (২০ মে) সকালে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে আটক করে পুলিশ।

আটক আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শিপন রায়ের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন আসাদ। শিপন নীলফামারী সদর উপজেলার দুলাল চন্দ্রের ছেলে।

পরীক্ষা শুরুর আগে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় আসাদের ছবি প্রবেশপত্রের ছবির সঙ্গে না মেলায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

আসাদুজ্জামান জানান, শিপন তার পূর্ব পরিচিত। তার অনুরোধেই তিনি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক যুবক আটক হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই

নীলফামারী পুলিশ নিয়োগ প্রক্সি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর