Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ জ ম ওবায়েদুল্লাহ এক জীবন্ত উপন্যাস: জামায়াত আমির

সারাবাংলা ডেস্ক
২০ মে ২০২৫ ২০:০৩ | আপডেট: ২০ মে ২০২৫ ২১:২১

ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম ব্যুরো: সদ্যপ্রয়াত চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মৃতিচারণ করে দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আ জ ম ওবায়েদুল্লাহ এক জীবন্ত উপন্যাস। মানুষ দেখে, শুনে, পড়ে, শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। আ জ ম ওবায়েদুল্লাহ একজন কর্মবীর ছিলেন। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বুঝে না। ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মরণে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে এবং কবি চৌধুরী আব্দুল হালিম ও গীতিকার গোলাম মোস্তফার যৌথ সঞ্চালনায় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর কমিটির আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আলী আজাদী, সাবেক উপ-উপাচার্য আবু বকর রফিক আহমদ, প্রয়াতের সন্তান উমর মুসান্না, আইনজীবী মুহাম্মদ পারভেজ, শরীফ বায়জিদ মাহমুদ, আমিরুল ইসলাম, মোস্তাক খন্দকার, চৌধুরী গোলাম মাওলা বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এসআর

আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম জামায়াত আমির স্মৃতিচারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর