Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২০:২৬

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নীলফামারী: ডিসিআই ও আরএসসির যৌথ উদ্যোগে নীলফামারীর ডোমারে বিনামূল্যে এক হাজার চক্ষু রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ডোমার ডাক বাংলো মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চোখ একটি অমূল্য অঙ্গ। এই অঞ্চলের কেউ যেন বিনা চিকিৎসায় চোখের কষ্টে না ভোগে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও আমি এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্‌ফর আলী ও বিএনপি নেতা ইউসুফ প্রধান প্রমুখ।

চক্ষু ক্যাম্পে ১০০০-এর বেশি মানুষ সেবা নেন। তাদের মধ্যে ৪০০ জন ছানি রোগী ও ৬০০ জন চশমার প্রয়োজনীয়তা শনাক্ত হন। ক্যাম্পে ৫৫০ জনকে চশমা ও ৬৫০ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। ছানি রোগীদের মধ্যে নির্বাচিতদের আগামী ২১ ও ২৩ মে সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে।

সারাবাংলা/এসআর

ডোমার নীলফামারী বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর