পাকিস্তানি সেনাবাহিনীর (সিওএএস) প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পাকিস্তান সরকার।
মঙ্গলবার (২০ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় তিন দশকের মধ্যে ভারতের সঙ্গে দেশটির সবচেয়ে বড় সংঘাতের কয়েকদিন পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয় আসিম মুনির এর পদোন্নতি।
সরকারি বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিতকারী এবং শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার কৌশলগত মেধা এবং সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদোন্নতি দেওয়া হলো।’
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘ফিল্ড মার্শাল একটি আনুষ্ঠানিক পাঁচ তারকা পদমর্যাদা যা সাধারণত অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধকালীন কৃতিত্বর জন্য দেওয়া হয়।’
ওই কর্মকর্তা বলেন, ‘১৯৬৫ সালে পাকিস্তানি স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল করার পর থেকে এই পদোন্নতি প্রথম।’
তিনি আরও বলেন, ‘নতুন আনুষ্ঠানিক পদমর্যাদার মাধ্যমে মুনির সেনাপ্রধান হিসেবেই থাকবেন।’
এদিকে দ্যা ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের পেহেলগাম হামলার পর উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। ৬-৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায়। এতে বেসামরিক নাগরিক নিহত হয়। এর জবাবে ইসলামাবাদ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারতের পাঠানো ড্রোন আটকানো এবং একে অপরের বিমানঘাঁটিতে পরস্পরের বিরুদ্ধে পালটা আক্রমণের পর মার্কিন হস্তক্ষেপে উভয় পক্ষই অবশেষে অস্ত্র ত্যাগ করে। পাকিস্তান আরও কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে এবং আলোচনার প্রস্তাব দিলেও ভারত তখন থেকে তাদের আক্রমণাত্মক ভঙ্গি অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়।